সর্বশেষ ঘোষণা

নোটিশ বোর্ড

সকল

প্রতিষ্ঠানের ইতিহাস

image-not-found

২০০১ সালে প্রতিষ্ঠিত আল-মানার একাডেমি এর ধারাবাহিক সাফল্যে এলাকাবসীর দাবী ও শিক্ষার্থীদের চাহিদার প্রেক্ষিতে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে প্রতিষ্ঠিত করা হয়েছে। এই প্রতিষ্ঠানটি বর্তমানে কুমিল্লা জেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠানে পরিনত হয়েছে। এটি প্রতিষ্ঠানের পরিচালকবৃন্দ, শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ, শিক্ষার্থীদের ও সর্বোপরি এলাকাবাসীর সমন্বিত প্রচেষ্টার ফল। এলাকাবাসীর সেবার মনোভাব নিয়ে মান সম্পন্ন শিক্ষা প্রসারে এবং কৃতিত্বপূর্ণ ফল অর্জন করে এই প্রতিষ্ঠানটি ইতিমধ্যে একটি স্থান করে নিয়েছে। প্রতিষ্ঠানের সার্বিক ক্ষেত্রে সফলতার জন্য মানুষের মাঝে এক ধরনের চাহিদা সৃষ্টি হওয়ায় তাঁরা তাঁদের কোমলমতি ছেলে মেয়েদের এই প্রতিষ্ঠানে পড়াশুনা করাতে যথেষ্ট আগ্রহী হয়ে উঠেছেন। প্রতিষ্ঠানের সাফল্যে অভিভাকগণের মধ্যে ইতিবাচক প্রভাব ছাড়াও বিভিন্ন পর্যায়ে বেশ প্রসংশনীয় অবদান রাখছে। সবকিছুর মূলে রয়েছে প্রতিষ্ঠানের অটুট শৃঙ্খলা, শিক্ষকগণের একাগ্রতা, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণের মধ্যে সমন্বয় সাধন। শিক্ষার্থীদেরকে উপযুক্তভাবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। এই লক্ষ্য বাস্তবায়নের জন্য আমাদের রয়েছে বিরামহীন চেষ্টা ও পরিকল্পনা।

চেয়ারম্যানের বাণী

image-not-found

بسم الله الرحمن الرحيم

আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তায়ালার অশেষ কৃপা ও রহমতে ২০০১ সালে প্রতিষ্ঠিত আলমানার একাডেমি আজ কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার অন্যতম একটি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করেছে। প্রতিষ্ঠালগ্ন থেকেই আমরা দৃঢ় বিশ্বাস পোষণ করি যে, প্রকৃত শিক্ষা কেবলমাত্র জ্ঞান অর্জনের মাধ্যমেই সীমাবদ্ধ নয়; বরং তা একটি আমানত, যা মানুষের চরিত্র গঠন, নৈতিকতা বিকাশ এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথ প্রদর্শক।

আমাদের ১১০০ জন শিক্ষার্থী, ৫০ জন শিক্ষক-কর্মচারী ও ১০ জন পরিচালক নিয়ে আলমানার একাডেমি একটি বড় পরিবার। এখানে আধুনিক শিক্ষার পাশাপাশি ইসলামী মূল্যবোধ, শুদ্ধ নৈতিকতা ও দেশপ্রেমের সমন্বয়ে একটি প্রজন্ম গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি—যে শিক্ষা মানুষকে সৎ, আদর্শবান ও আল্লাহভীরু করে তোলে, সেটাই প্রকৃত শিক্ষা। তাই আমাদের প্রতিটি প্রচেষ্টা এই প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদেরকে আলোকিত মানুষ ও দ্বীনদার নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য নিবেদিত।

পরিশেষে, আমি আল্লাহর দরবারে প্রার্থনা করি—আলমানার একাডেমি যেন চিরকাল শিক্ষার আলো ছড়িয়ে দেয়, সৎ ও যোগ্য প্রজন্ম তৈরি করে, এবং দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখে।

والسلام عليكم ورحمة الله وبركاته
অধ্যাপক ড. আ.ন.ম আহমদ উল্লাহ

প্রতিষ্ঠাতা চেয়ারম্যান
আল-মানার একাডেমি

প্রধান শিক্ষকের বাণী

image-not-found

Bismillahir Rahmanir Rahim
With the noble initiative of ten education-loving individuals, Al-Manar Academy was established in Nashipur village of Daudkandi Upazila in Cumilla district, to spread the light of education in the southern region. The aim of this institution is to educate the underprivileged people of this backward area and involve them in the progress of the nation. Since its establishment, this school has been showing remarkable results.

At present, the school has been upgraded from pre-primary to tenth grade. Due to the increasing number of students, a well-structured six-storied building has been constructed, and the goal is to extend education up to twelfth grade in the near future. In terms of board exam results, Al-Manar Academy has achieved outstanding success compared to other institutions in the area. Especially in JSC, SSCexams, students are performing excellently.

Many students of this institution have already achieved success both at home and abroad, which is steadily enhancing the reputation of the school.
Md. Mohsin Kabir Miazee
Head Teacher
Al-Manar Academy